ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকান অঞ্চলে এক কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায় এ অঞ্চলে এ পর্যন্ত ১ কোটি ১ হাজার ৮৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ লাখ ৬৬ হাজার ৬৩৭ জন।
এর অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে ব্রাজিলে। দেশটিতে সরকারি হিসেবে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন মারা গেছে।