ক্যারিবীয়দের বিরুদ্ধে আজ টাইগারদের সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজ সফরটা এখন পর্যন্ত খুবই বাজেভাবে কাটছে টাইগারদের। আর এ কারণে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ আবারও মাঠে নামছে টাইগার বাহিনী।

রোববার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে মাশরাফি বাহিনী।

ক্যারিবীয়দের বিরুদ্ধে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশে থাকছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

সাকিব পারেননি, তবে এখন দেখার পালা দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেন কিনা মাশরাফি। আর এ কারণে মাশরাফির সামনে চ্যালেঞ্জটা এখন অনেক বড়। কেননা তার দিকেই তাকিয়ে এখন পুরো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের দুঃসহ স্মৃতি ভুলে জয় নিয়ে আজ মাঠ ছাড়তে চায় টাইগার বাহিনী।

আজকের বাজার/আরআইএস