ক্যারিবীয় অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় এলসা

গ্রীস্মমন্ডলীয় ঝড় এলসা শুক্রবার আরো শক্তি সঞ্চয় করে একটি হারিকেনে রূপ নেয়ায় তা বর্তমানে ক্যারিবীয় অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে যুক্তরাষ্ট্র একথা জানায়। খবর এএফপি’র।
জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, আগামী সপ্তাহের শুরুর দিকে এলসার প্রভাবে প্রবল বর্ষণ ও প্রচ- ঝড় ফ্লোরিডা কীস এবং ফ্লোরিডা উপদ্বীপের বিভিন্ন এলাকায় খারাপ প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব কেমন হবে তা নির্ভর করছে এই সপ্তাহান্তের ঘূর্ণিঝড়ের আচরণের ওপর।
হারিকেন সংক্রান্ত আবহাওয়া মিয়ামির কাছের সার্ফসাইড ফ্লোরিডা শহরের জন্য খারাপ খবর হবে। এদিকে তারা ধসে পড়া কন্ডো বিল্ডিংয়ের ধ্বংসস্তুপ সরিয়ে জীবিত ও মৃতদের উদ্ধারের চেষ্টা করছে।
এনএইচএস জানায়, ঘূর্ণিঝড় এলসার কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এটি বার্বাডোজের কাছে উত্তরপশ্চিমে অগ্রসর হচ্ছে।