ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ। এর মাধ্যমে তিনি ক্যারিয়ারের শততম গোল পূরণ করেছেন।
ম্যাচের ৬৫ মিনিটে লুকা জোভিচের কাছ থেকে পাস পেয়ে দারুন দক্ষতায় দু’জন ডিফেন্ডারের মাঝ দিয়ে আড়াআড়ি শটে মড্রিচ রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন। এই গোলের মাধ্যমে মৌসুমের পঞ্চম গোল করলেন এই ক্রোয়েট তারকা।
পেশাদার ক্যারিয়ারে শততম গোলের মধ্যে মড্রিচ স্বদেশী ক্লাব ডিনামো জাগ্রেবের হয়ে ৩৩টি, ইন্টার জাপ্রেসিচের হয়ে ৪টি, জিরিস্কি মোস্টারের হয় ৮টি, ইংলিশ ক্লাব টটেনহ্যামের হয়ে ১৭টি, বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ২২টি ও ক্রোয়েশিয়ার জাতীয় দলের জার্সি গায়ে করেছেন ১৬টি গোল।
আজকের বাজার/লুৎফর রহমান