ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার পরবর্তী সিনেমা ‘ওহ! বেবি’। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এ কথা আগেই জানিয়েছিলেন সামান্থা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওহ! বেবি’ সিনেমার জন্য সামান্থা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। মুক্তির পর মুনাফার একটা অংশও পাবেন এই অভিনেত্রী। তবে কত অংশ পাবেন তা নির্ধারণ হয়নি।

অন্যদিকে বক্স অফিস বিশ্লেষকদের মতে, শুধু মুনাফার অংশ হিসেবে সামান্থা সিনেমাটির জন্য ২ কোটি রুপি পাচ্ছেন। তামিল, কর্ণাটকসহ বিদেশেও সিনেমাটি মুক্তি পাচ্ছে। সামান্থার যে পরিমাণ ভক্ত রয়েছে তাতে সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া ফেলবে বলেও আশা ব্যক্ত করছেন তারা।

দক্ষিণ কোরিয়ার ব্যবসাসফল ‘মিস গ্র্যানি’ সিনেমার রিমেক ‘ওহ! বেবি’। তেলেগু ভাষায় এটি পরিচালনা করছেন নন্দিতা রেড্ডি। এর মোট বাজেট ১৮ কোটি রুপি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন সুরেশ বাবু ও সুনিতা।

আজকের বাজার/লুৎফর