আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুন পারফরমেন্সের প্রভাব পড়লো মোস্তাফিজুর রহমানের ওয়ানডে র্যাংকিংয়ে। আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন এই কাটার মাস্টার। ৬০০ পয়েন্ট নিয়ে আগের ১৮তম অবস্থান থেকে তিন ঘর এগিয়েছেন তিনি।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে সাকিব আল হাসান ৬২০ পয়েন্ট নিয়ে আছেন র্যাংকিংয়ের নবম অবস্থানে। আগের প্রকাশিত তালিকার চাইতে এক ঘর উন্নতি হয়েছে তার। আগে ছিলেন ১০ম স্থানে।
৬০১ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৪তম স্থানে। তারও উন্নতি হয়েছে এক ঘর। এরআগে তিনি ছিলেন ১৫তম স্থানে।
চলতি বছর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছিলেন ইনজুরির কারণে বাইরে থাকা মোস্তাফিজুর রহমান। তবে সে সময় এসে হুট করে খুব ভালো কিছু দেখাতে পারেননি তিনি।
তবে এর কিছু পরেই শ্রীলংকা সফর থেকে নিজেকে মেলে ধরতে শুরু করেন কাটার মাস্টার। এর পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেকে ফিরে পেয়েছেন ভালোভাবেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ।
আইসিসির ওয়ানডে র্যাংকিং এ দেখা গেছে, ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের শীর্ষ আছেন দক্ষিণ আফ্রিকার রাবাদা। রাবাদার পয়েন্ট ৭২৪। দ্বিতীয় স্থানে আছেন রাবাদার সতীর্থ ইমরান তাহির। তার পয়েন্ট ৭২২। তুতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল স্টার্চ। তার পয়েন্ট ৭০১।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ৪৫৭ পয়েন্ট নিয়ে আছেন ৫৬তম স্থানে। ৪৪১ পয়েন্ট নিয়ে তাসকিনের অবস্থান ৬২ নম্বরে। আর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে বাইরে থাকা নাসির হোসেন ৪৩২ পয়েন্ট নিয়ে আছেন ৬৬তম অবস্থানে। ৩৬১ পয়েন্ট নিয়ে মাহমুদুল্লাহ ৯৮তম অবস্থানে আছেন।
আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭