যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমিত ওই ব্যক্তি চীনের উহান প্রদেশের বাসিন্দা। তিনি এ মাসের ২২ তারিখে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চীন ফিরছিলেন।
এর আগে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে আরো একজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনিও সম্প্রতি উহান প্রদেশ থেকে বিমানযোগে ক্যালিফোর্নিয়া ফেরেন।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সংক্রমিত এই দুইজনের দেহে সম্প্রতি চীনে যে ধরণের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই একই রকম ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে। তবে তারা এও বলছেন যে ক্যালিফোর্নিয়াতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পরার সম্ভাবনা কম।
আজকের বাজার/লুৎফর রহমান