ক্যালিফোর্নিয়ার শান্তা মারিয়া বিচে বিমান বিধ্বস্ত হয়ে একজনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, সেসনা-১৫০ দ্রুত উল্টে যাচ্ছে এবং বৃহস্পতিবার এটি বিশ^খ্যাত পর্যটক জেটি শান্তা মনিকায় দ্রুত অবতরণ করছে।
এ সময়ে বিচে থাকা লোকজন বিমানটি অবতরণে প্ইালটের চেষ্টা অসহায়ভাবে দেখছিল এবং এক পর্যায়ে এটি ঢেউ ছুঁয়ে পানির প্রান্তসীমায় এসে ঝাঁকুনি খেয়ে থেমে পড়ে।
জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। রেক্স মিন্টার (৯৫) নামের এক যাত্রী প্রাণ হারায়। তিনি ১৯৬০ সালে শান্তা মনিকার মেয়র ছিলেন। পাইলটের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশানের মুখপাত্র ইয়ান গ্রেগর ঘটনার তদন্ত চলছে বলে জানান।
শান্তা মনিকা বিমান বন্দর ছাড়ার পর পাইলট ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।