যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত দুজন প্রাণ হারিয়েছে।
ভূমিক্েম্পর কারনে পাথর ধ্স ও হাজার হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, হাম্বোল্ট কাউন্টির ইউরেকা বন্দর নগরীতে মঙ্গলবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪।
কাউন্টির জরুরি কর্মকর্তারা জানান, ইল রিভার ভ্যালির লোকজনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আনুমানিক ১১ জন আহত হয়েছে। মারা গেছে দুজন।
শেরিফ কার্যালয় মৃতদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায় নি।
শক্তিশালী এ ভূমিকম্পের কারনে প্রায় ৭০ হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্যাসিফিক গ্যাস ও ইলেকট্রিক কোম্পানী বলতে পারেনি বিদ্যুৎ সরবরাহ পুনরায় কখন শুরু করা যাবে।
এদিকে ভূমিকম্প পরবর্তী একাধিক কম্পনও অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সান ফ্রান্সিসকো থেকে ২৫০ মাইল দূরের এ অঞ্চলে আগামী দিনগুলোতেও আরো কম্পন অনুভূত হতে পারে।