ক্যালিফোর্নিয়ার দক্ষিণে দাবানল ছড়িয়ে পড়েছে

ক্যালিফোর্নিয়ার উত্তরের দাবানল কিছুটা শান্ত হবার পর অগ্নিনির্বাপক কর্মীরা এবার দক্ষিনের জন্য তৈরি হচ্ছেন। পূর্বাভাসে বলা হচ্ছে কয়েক বছরের মধ্যে এরকম ঝড়ো হাওয়া বইতে দেখা যায়নি। আরও বলা হচ্ছে, আগুনের শিখা লস আঞ্জেলেসের পশ্চিমে ছড়িয়ে পড়তে পারে।

দুই অঞ্চলই শুষ্ক ও গরম আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে যা বছরের এই সময়টিতে খুব স্বাভাবিক। এবং দাবানলের আশংকা অনেক মাত্রায় বাড়িয়ে দেয় এই ঝড়ো হাওয়া।

দক্ষিনের গেটি ও উত্তরের কিনকেড আগুন ১৫ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্মীরা। তবে আশংকা করা হচ্ছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এই আগুন বেড়ে যেতে পারে। সতর্ক করে দেয়া হচ্ছে যে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেয়া হতে পারে।

সর্বসাম্প্রতিক খবরে জানা গেছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে দাবানল প্রচণ্ড বাতাসের তরে ছড়িয়ে পড়েছে এবং সেখানে অবস্থিত রোনালড রেগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী ঝুকির মধ্যে রয়েছে।
সূত্র:ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান