যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানলে এ পর্যন্ত ৪০ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় বাস্তচ্যুত হওয়া প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত রবিবার শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার হেক্টর জমি ভস্মীভূত হয়েছে।
মূলত ওয়াইন উৎপাদনকারী সোনোমা এবং নাপা কাউন্টিতেই সাধিত হয়েছে বেশিরভাগ ক্ষয়ক্ষতি।
আগুনে ৫ হাজার ৭ শ বাড়িঘর এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বাতাসের বেগ পুনরায় বৃদ্ধি পাওয়ার কারণে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।
যার ফলে প্রায় ১০ হাজারের মত অতিরিক্ত লোকজন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাতে বাধ্য হন।
২২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া সোনোমা অঞ্চলে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন একটি সংবাদ সম্মেলনে অংশ নেন।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নি নির্বাপক কর্মীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
সূত্র : এনএইচকে
আজকের বাজার : এমএম / ১৬ অক্টোবর ২০১৭