দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বারে বুধবার রাতে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য ও হামলাকারীসহ ১৩ জন নিহত হয়েছেন।
ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ (পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন জানান, সার্জেন্ট রন হেলাস ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন। তিনি ওই ভবনে প্রবেশ করা মাত্রই তাকে গুলি করা হয়। বৃহস্পতিবার হাসপাতালে মারা যান তিনি।
হামলাকারী কীভাবে মারা গেছেন তা জানায়নি কর্তৃপক্ষ।
ডিন জানান, আরো ১০ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের তথ্য জানা যায়নি।
ভেনচুরা কাউন্টি শেরিফ কার্যালয়ের অধিনায়ক গারো কুরেদজিয়ান জানান, লস অ্যাঞ্জেলস থেকে ৪০ কিমি দূরে অবস্থিত থাউস্যান্ড ওকসে বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে রাত ১১টা ২০ মিনিটে প্রথম গুলির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, হামলার সময় শত শত মানুষ এর ভেতরে ছিল। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ