ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২০ লাখ একরেরও বেশী বনভূমি পুড়ে গেছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার বিভাগ সোমবার এ কথা জানিয়ে বলেছে, নিয়ন্ত্রনহীন এই দাবানলের কারণে বহু লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় চলতি গ্রীষ্ম মৌসুমে দুই মাসের বেশী সময় ধরে দাবানল চলছে, কয়েক হাজার অগ্নিনির্বাপক কর্মী তাপ প্রবাহের মধ্যে আগুন নিয়ন্ত্রনে লড়াই করছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন (ক্যাল ফায়ার) মুখপাত্র লিন টলমাচফ বলেছেন, “বিগত ৩৩ বছরে এমন দেখিনি যে এক বছরে ২০ লাখ একর জমি পুড়েছে।”
“এটি অবশ্যই রেকর্ড ব্রেকিং এবং আমরা এখনো গরম মৌসুমের সমাপ্তির কাছাকাছি পৌঁছাতে পারিনি।”
এ বছরের দাবানলে ৭ জন মারা গেছে এবং ৩ হাজার ৮০০ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ১৯ লাখ একরের বেশী ভূমি দাবানলে পুড়েছে।
গতকাল সোমবার বিকাল পর্যন্ত ২৪ টি পৃথক দাবানল নেভানোর জন্য ১৪ হাজার ১০০ জন ফায়ার ফাইটার লড়াই করেছে।