ফের দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১২ টি আবাসিক ভবন পুড়ে গেছে।

দমকল বিভাগ জানায়, ভয়াবহ এ আগুনে কেবল রোববারই পুড়ে গেছে ১২টি আবাসিক ভবন। বর্তমানে ১২ বর্গমাইল এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৬শ’ বাসিন্দাকে।

এছাড়া, বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ও বুলডজারের সাহায্যে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী।

তবে উষ্ণ আবহাওয়া ও বাতাসের গতি বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে।

আরজেড/