ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে ১৩ জন নিহত

ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দণি ক্যালিফোর্নিয়ায় অন্তত ১৩ জন মারা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বন্যা ও ভূমিধসে সান্তা বারবারার পূর্ব দিকে অবস্থিত রোমেরো ক্যানিয়নের মধ্যে এখনো প্রায় তিনশ জন আটকা পড়ে আছেন।
বন্যা ও ভূমিধসগ্রস্ত এলাকাগুলোর ৪৮ কিলোমিটার পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে গেছে।
এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।
বন্যাক্রান্ত এলাকাগুলোর হাজার হাজার অধিবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। কাদায় চাপা পড়া অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, যেসব এলাকা ‘খালি করে ফেলার’ নির্দেশনার মধ্যে ছিলনা সেসব এলাকাতেই বন্যা বড় ধরণের আঘাত হেনেছে। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ক্যালিফোর্নিয়ায় এক জরুরি সতর্কতায় যেসব বাড়ি আগে কখনোই বন্যায় আক্রান্ত হয়নি এবার সেগুলোও ঝুঁকিতে আছে বলে জানিয়েছিল।
ভূমিধসে মন্টেসিটো এলাকার অনেক বাড়িরই ভিত্তি তিগ্রস্ত হয়েছে বলে সান্তা বারবারা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মাইক এলিয়াসন জানিয়েছেন।
দমকল বাহিনীর ক্যাপ্টেন ডেভ জানিবোনি মঙ্গলবার শহরটি থেকে পাঁচ ব্যক্তির মৃতদের উদ্ধারের কথা জানান। ঝড়ের কারণে এদের মৃত্যু হতে পারে বলে ধারণা তার।
উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে মার্কিন কোস্টগার্ড বেশ কয়েকটি বিমান পাঠানোর কথা জানিয়েছে। এ কারণে ঘটনাস্থলের কাছাকাছি ড্রোন ওড়াতে সতর্কতাও জারি করা হয়েছে।
ডিসেম্বরে হওয়া ভয়াবহ দাবানলে গাছ ও মাটি পুড়ে যাওয়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় সমস্যা দেখা দেয়ায় বন্যা ও ভূমিধসে য়তির ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ক্যালিফোর্নিয়াজুড়ে ৪ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কোনো কোনো এলাকায় এটি ৯ ইঞ্চিও ছাড়িয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তুষারপাতের পরিমাণও বেড়ে যেতে পারে বলে ধারণা আবহাওয়া বিভাগের।

আজকের বাজার : ওএফ/ ১০ জানুয়ারি ২০১৮