যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা অ্যানা শহরে রোববার একটি ছোট বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। খবর ইউএনবি।
ফাম (২০) নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি তার ছেলেবন্ধু নিয়ে শহরের একটি পার্কিং লট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন, টুইন ইঞ্জিনের একটি ছোট বিমান তাদের কাছাকাছি আছড়ে পড়ে।
লস অ্যাঞ্জেলস টাইমসকে ফাম বলেলন, ‘আমরা দেখলাম প্রথমে বিমানটির সামনের অংশ সজোড়ে আছরে পড়লো এবং মুহূর্তেই দুমরে-মুচরে কয়েক টুকরো হয়ে গেল। এটা ছিল আমার জন্য খুবই ভীতিকর একটি ব্যাপার।’
এদিকে, এ দুর্ঘটনায় বিমানের পাঁচ আরোহীর সবাই প্রাণ হারালেও মাটিতে থাকা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
তারা আরো জানায়, ক্যালিফোর্নিয়ার কনকর্ড শহর থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল দুই ইঞ্জিনের ছোট বিমানটি।
জন ওয়ানে বিামানবন্দর থেকে উড়াল দেয়ার পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমাটার দুরুত্বের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন।
পরবর্তীতে পাইলট অরেঞ্জ কাউন্টির সাউথ কোস্ট প্লাজা শপিংমলের পার্কিংলটে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত অবতরণের আগেই পার্কিংলটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দুই ইঞ্জিনের বিমানটি।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সেদেশের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
আজকের বাজার/এমএইচ