যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভূমিধসে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ১৩জানুয়ারি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন জানান, ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বয়স্ক এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, অনুসন্ধান ও উদ্ধারকর্মী দল ৮৭ বছর বয়সী ওই ব্যক্তিকে তাঁর বাসা থেকে উদ্ধার করে।
ভূমিধসের ঘটনায় দুই বছরের এক শিশুসহ এখনো ছয়জন নিখোঁজ থাকায় উদ্ধারকর্মীরা তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।
গত মঙ্গলবারের প্রচণ্ড বর্ষণের কারণে ক্যালিফোর্নিয়ার মন্টিসিটো পর্বত থেকে ঢল নেমে আসায় সেখানে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়। এতে ৬৫টি ঘরবাড়ি পুরোপুরি ধসে পড়ে এবং ৪৬২টি ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়।
আজকের বাজার:এসএস/১৩জানুয়ারি ২০১৮