ক্যালিফোর্নিয়ায় মেক্সিকো সীমান্তের কাছে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় মেক্সিকো সীমান্তের কাছে যাত্রীবাহী একটি গাড়িতে একটি ট্রাকের ধাক্কায় ১৩ জন নিহত হয়েছে।
গাড়িটি মেক্সিকো সীমান্তের কাঁটাতারের বেড়ার ভাঙ্গা অংশ দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। বুধবার মার্কিন কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
কর্মকর্তারা মঙ্গলবার সকালের ভয়াবহ দুর্ঘটনার খবর জানার প্রায় এক ঘণ্টা আগে এ সীমান্ত বেড়ায় ১০ ফুট ভাঙ্গা দেখতে পান। সীমান্ত কাঁটাতারের বেড়া ভাঙ্গার স্থান থেকে ক্যালিফোর্নিয়ার প্রায় ৩০ মাইল অভ্যন্তরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এল সেন্ট্রো সেক্টর চিফ পেট্রল এজেন্ট গ্রেগোরি বোভিনো এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তদন্তে সীমান্ত বেড়া কাঁটার উপরোক্ত ঘটনার সাথে এ গাড়ির সম্ভাব্য যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোর কাছে শিশুসহ ২৪ জনেরও বেশি লোককে বহন করা এসইউভি গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে মঙ্গলবারের এ দুর্ঘটনা ঘটে।
মেক্সিকো সরকার জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন মেক্সিকান।