ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতমুখী একটি খাড়া পাড়ের অংশ বিশেষ শুক্রবার ধসে পড়ায় কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সৈকতে বেড়াতে যাওয়া লোকজনের ওপর পাড়টি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সান দিয়াগোর উত্তরে গ্র্যান্ডভিউ সার্ফ বিচ অভিমুখী একটি সোপানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সান দিয়াগো কাউন্টি শেরিফ’স ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট টেড গ্রীনাওলন্ড জানান, সেখানে খাড়া পাড় ধসে পড়ার পর ধ্বংসস্তুপের ভিতর আটকা পড়া কমপক্ষে দু’জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তির ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।