ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে ক্যাসিনো পরিচালনার ক্ষেত্রে যত প্রভাবশালী জড়িত থাকুক না কেন আইনের আওতায় আনা হবে। পুলিশ কঠোর হবে। পুলিশও ক্যাসিনোতে অভিযান পরিচালনা করবে।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, ‘ক্যাসিনোগুলোতে র্যাব অভিযান পরিচালনা শুরু করেছে। পুলিশও করবে। এজন্য সব ধরনের তথ্য এবং এর সঙ্গে কারা জড়িত, কারা ক্যাসিনোগুলোতে যাচ্ছে সব তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। রাজধানীর কোনো এলাকায় এ ধরনের অবৈধ-নিষিদ্ধ জুয়া চলতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে কারা এগুলো পরিচালনা করছেন। এদের মুখোশ উন্মোচন করা হবে। তাদের এখান থেকে সরে আসতে হবে। কোনো অবস্থাতেই জুয়া বা মদের আসর হতে দেয়া হবে না। এ ব্যাপারে পুলিশ অত্যন্ত কঠোর এবং আগামীতে শক্ত অবস্থান নিয়ে ব্যবস্থা নেবে। সে ক্ষেত্রে যত প্রভাবশালী হোন না কেন তাকে ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আজকের বাজার/এমএইচ