ক্যাসিনোর টাকায় সম্পদের পাহাড় গড়া রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু, তার ভাই একই কমিটির সহসাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দুপুরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুজন হলেন গেন্ডারিয়া থানা আওয়ামী যুবলীগের দুই নেতা। তারা দুই ভাই। এরা হলেন এনু ভূঁইয়া ও রুপন ভূঁইয়া।
ক্যাসিনো কাণ্ডে অভিযানের পর পরই তাদের গেন্ডারিয়ার বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। তবে তারা আগে থেকেই টের পেয়ে পালিয়ে যায়। ওই সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান