দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ ক্যাসিনো ব্যবসার মাধ্যমে যারা অঢেল সম্পদের মালিক বনে গেছেন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার সোমবার জানিয়েছেন, এদিন দুদকের প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসায়ীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত যুবলীগের (বহিষ্কৃত) কয়েকজন নেতা বর্তমানে রিমান্ডে রয়েছেন। অনেকেই গা ঢাকা দিয়েছেন।
প্রণব কুমার বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। তদন্ত কর্মকর্তা হিসেবে থাকছেন সংস্থাটির মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান।
আজকের বাজার/এমএইচ