অধিনায়ক সার্জিও র্যামোসের রেকর্ড গড়ার দিনে ইউরো কোয়ালিফায়ারে বড় জয় পেল স্পেন। ঘরের মাঠে দুর্বল ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারাল তাঁরা।
লা রোজা জার্সিতে সর্বাধিক ১৬৭তম ম্যাচে মাঠে নেমে এদিন প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ইকের ক্যাসিয়াসকে ছুঁলেন বর্তমান দলনায়ক। অর্থাৎ আগামী ১২ অক্টোবর নরওয়ের বিরুদ্ধে মাঠে নামলে স্পেনের জার্সি গায়ে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন র্যামোস।
আজকের বাজার/লুৎফর রহমান