একটু একটু করেসেরে উঠতে শুরু করেছেন লতা মঙ্গেশকর। ক্রমশ স্থিতিশীল হচ্ছে তাঁর অবস্থা। ফলে আস্তে আস্তে সুর সম্রাজ্ঞী সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করা হয় লতা মঙ্গেশকরের ঘনিষ্ঠ মহলের তরফে।
সোমবার রাত দুটো নাগাদ প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই গায়িকাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের ক্রমাগত চেষ্টার ফলে অবশেষে সুস্থ হয়ে উঠতে শুরু করেন লতা মঙ্গেশকর।
সংবাদ সংস্থা আইএনএস-এর খবর অনুযায়ী, বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। বুকে সংক্রমণের জন্যই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। বয়সের কথা মাথায় রেখেই চিকিৎসকরা তাঁকে শিগগিরই সুস্থ করে তোলার চেষ্টা শুরু করেন। অবশেষে সোমবার দুপুর থেকে তার শারিরীক অবস্থার উন্নতি হতে শুরু করে বলে খবর।
আজকের বাজার/লুৎফর রহমান