ক্রমাগত গুলি ছোড়া যন্ত্রের ব্যবহার বন্ধে মার্কিন সিনেটে বিল উত্থাপন

ক্রমাগত গুলি ছুড়তে সক্ষম করা যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন সিনেটে।

লাস ভেগাসে হামলার ঘটনায় ব্যাপক হতাহতের পরই সিনেটে বিলটি উত্থাপন করা হয়। ওই হামলায় ৫৮ ব্যক্তি নিহত হন।

সন্দেহভাজন স্টিফান পাডক তার বন্দুকের প্রাণঘাতি ক্ষমতা বাড়ানোর জন্য এই যন্ত্র ব্যবহার করেছেন বলে জানা গেছে।

সিনেটর ডায়ান ফিনিস্টিনের নেতৃত্বে বুধবার বিলটি উত্থাপন করেন ডেমোক্র্যাটদের একটি গ্রুপ।

প্রস্তাবিত এ আইনে “বাম্প স্টক” বা একই ধরনের ব্যাপক গুলি করার যন্ত্রের উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ করা হবে।

বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকানও এই বিলের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।

সূত্র : এনএইচকে

আজকের বাজার : এমএম / ৫ অক্টোবর ২০১৭