সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে ডিএসইতে আজও কমেছে মোট লেনদেনের পরিমান। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৪৩৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গতদিনের চেয়ে ৩৮ কোটি ৮৭ লাখ টাকা কম। তবে আজ দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যাটা বেশি।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৫০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮১ টির, বেড়েছে মাত্র ২৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৪৩৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৩৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৬৪ টির, দর বাড়ে মাত্র ১৩৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৪ টির দর।
আজকের বাজার/মিথিলা