'দেশে কোনও ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে তা বন্দুকযুদ্ধ' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে পুলিশ সামনের দিকে এগোচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জীবন বাঁচাতে বন্দুকযুদ্ধে বাধ্য হচ্ছে।'
মঙ্গলবার (২২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'মাদক বিরোধী অভিযান চলাকালে কোনো চুনোপুঁটিদের ধরা হচ্ছে না। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে না। যাদের ধরা হচ্ছে তারা মাদকের শীর্ষ ব্যবসায়ী। শতভাগ নিশ্চিত হয়ে এবং তথ্য-প্রমাণ হাতে নিয়ে তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।'
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন মাদক ব্যবসায়ীদের ধরতে যায়, তখন তারা গুলি ছোড়ে। এ সময় নিজেদের রক্ষা করতে গিয়ে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্যই মৃত্যুর ঘটনা ঘটছে।
মন্ত্রী বলেন, এ যাবৎ দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ, র্যাব, সাংবাদিক যারাই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন তাদের ছাড় দেওয়া হবেনা।'
উল্লেখ্য, গত ৪ দিনে সারাদেশে মাদকবিরোধী অভিযান চলাকালে 'বন্দুকযুদ্ধে' ২৯ জন নিহত হয়েছেন। পুলিশ ও র্যাবের দাবি, তারা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন।
রাসেল/