অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, নিউজিল্যান্ডের একটি মসজিদে শুক্রবার হামলা চালিয়ে অনেক মুসল্লিকে হত্যাকারী বন্দুকধারী অস্ট্রেলিয়ার নাগরিক। সে চরম ডানপন্থী ও সহিংস উগ্রবাদী। খবর এএফপি’র।
মরিসন বলেন, কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ বন্দুক হামলা চালিয়েছে। সে জন্মগতভাবে অস্ট্রেলিয়ার নাগরিক।
এ ব্যাপারে আর বিস্তারিত কিছু উল্লেখ না করে তিনি বলেন, নিউজিল্যান্ড কর্তৃপক্ষের নেতৃত্বে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।