নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২০ জন।
পরিকল্পিত এ হামলার ঘটনার পর কর্তৃপক্ষ চারজনকে আটক করেছে এবং সতর্কভাবে বিস্ফোরক ডিভাইসগুলো নিষ্ক্রিয় করেছে।
এই হামলাকে ‘নিউইয়র্কের একটি অন্ধকারতম দিন’ হিসেবে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন বলেন, এটি একটি অপ্রত্যাশিত ও নৃশংস সহিংসতার ঘটনা। তবে এটিকে এখন শুধুমাত্র সন্ত্রাসী হামলা বলা যাবে না।
হামলার পর পুলিশ এক নারী ও তিন পুরুষকে আটক করেছে।