দেশের অন্যতম সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টে যোগ দিলেন মাসুদ খান। ব্যবসা ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মাসুদ খান আজ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, ক্রাউন সিমেন্ট পুঁজিবাজারে (এম আই সিমেন্ট ফ্যাক্টরি) লিমিটেড নামে তালিকাভুক্ত। ২০১১ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
মাসুদ খান ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের পূর্বে লার্ফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
এছাড়াও মাসুদ খান বর্তমানে তিনটি বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সো স্মিথক্লেইন বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ ও বার্জার পেইন্টস বাংলাদেশ এবং একটি দেশীয় কোম্পানি ভিয়েলাটেক্স গ্রুপের স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি দেশে বিদেশে কয়েকটি বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ৩৮ বছর কর্মরত ছিলেন। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, মনরোভিয়া টোবাকো কর্পোরেশন, লাইবেরিয়া এবং প্রাইস ওয়াটার হাউজকুপারস, কলকাতা অন্যতম।
ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদান প্রসঙ্গে মাসুদ খান বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ দেশীয় শিল্প প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের মাধ্যমে আমি নতুন কর্মজীবন শুরু করছি। ক্রাউন বাংলাদেশের অত্যন্ত খ্যাতনামা ও বিশ্বস্ত একটি ব্র্যান্ড। আমি বিশ্বাস করি সামনের দিনগুলিতে ক্রাউন এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। ক্রাউন পরিবারের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।
চট্টগ্রামের চুনাটি গ্রামে জন্ম গ্রহণ করা মাসুদ খান স্কুল জীবন অতিবাহিত করেন কলকাতায় এবং সেখানেরই সেন্ট জেভিয়ারস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
তিনি একজন আর্টিকেল এসিস্টেন্ট হিসাবে প্রাইস ওয়াটার হাউজকুপারস, কলকাতা থেকে তার কর্মজীবন শুরু করেন। এর পর তিনি দি ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউনটেন্টস অফ ইন্ডিয়া থেকে চার্টার্ড একাউনটেন্টসি এবং দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস একাউনটেন্টস অফ ইন্ডিয়া থেকে কস্ট একাউনটেন্টসি ডিগ্রি লাভ করেন।
তিনি দি ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউনটেন্টস অফ বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। তিনি তার নিজ গ্রাম চুনাটিতে স্কুল-কলেজের শিক্ষা বিস্তারের জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন।
আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭