পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান এহসান মানি বলেছেন, আমার আগের কমিটি বিদেশি ক্রিকেট দলকে পাকিস্তান সফরে নিয়ে আসতে বাড়তি টাকা খরচ করেছে।
এহসান মানি বলেন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের পাকিস্তান সফরে নিয়ে আসার জন্য প্রত্যেক ক্রিকেটারকে অতিরিক্ত ২৫ হাজার হাজার ডলার দিতে হয়েছিল আমার আগের কমিটিকে। তবে আমার কমিটি বিদেশি কোনো ক্রিকেটারকে পাকিস্তান সফরে নিয়ে আসতে অতিরিক্ত কোনো টাকা খচর করছে না।
পিসিবির বর্তমান চেয়ারম্যানের কথায় পরিষ্কার দেশে ক্রিকেট ফেরাতে ক্রিকেটারদের ঘুষ দিয়েছে বোর্ড।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় এক দশক পর্যন্ত পাকিস্তান সফরে যায়নি ক্রিকেট খেলুড়ে কোনো দল। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকা ও বাংলাদেশ পাকিস্তান সফরে গেলেও এখন সফর করতে সাহস পাচ্ছে না ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।
আজকের বাজার/এ.এ