‘মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে’। গোটা নেট দুনিয়া এখন এই গানে মাতোয়ারা। দেশ-বিদেশের ছোট-বড় সব বয়সী মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে-
এবার ‘অপরাধী’ গানে মুগ্ধ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। শুধু তাই নয়, দলবেঁধে বাদ্য বাজিয়ে গানটি গেয়েছেনও সাকিব-রুবেলরা।
শনিবার (২ জুন) পেসার রুবেল হোসেন তার পেজে একটি ভিডিও পোস্ট করেন। যেটাতে দেখা যায়, তারা সবাই মিলে ড্রেসিং রুমে বসে ‘অপরাধী’ গানটি গাইছেন। এতে রয়েছেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, লিটন দাস, সোম্য সরকার, মিরাজসহ আরো অনেকেই।
এদিকে ক্রিকেটারদের কন্ঠে ‘অপরাধী’ গানটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটে এই ভিডিওটি ১ হাজার ২০০ মানুষ শেয়ার করেছেন। ফেসবুকের প্রত্যেকটি গ্রুপেই এই ভিডিওটি নিয়ে আলোচনা হচ্ছে।
আজকের বাজার/আরআইএস