ক্রিকেটার জাদেজার স্ত্রীকে পুলিশের ‘চড়’

ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজাকে এক পুলিশ সদস্য চড় মেরেছেন। খবর এনডিটিভি’র।

সোমবার (২১ মে) বিকেলে গুজরাটের জামনগরের সারু সেকশন রোডে এ ঘটনা ঘটে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, গুজরাটের জামনগরের সারু সেকশন রোডে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা। সেই সময়ে তার গাড়ির সঙ্গে এক পুলিশ সদস্যের বাইকের ধাক্কা লাগে। এর পরেই সঞ্জয় আহির নামে এক পুলিশ সদস্য তাকে চড় মারেন।

বিজয় সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই পুলিশ কর্মকর্তা রিভা জাদেজাকে চড় মারেন। এতেই তিনি ক্ষান্ত হননি। রিভার চুল ধরেও টানাটানি করেন তিনি। পরে পুলিশ সদস্যের এই নিষ্ঠুরতা থেকে আমরা তাকে উদ্ধার করি।

এদিকে নির্যাতনের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় গুজরাট পুলিশ।

সঞ্জয় আহিরকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান জামনগরের জেলার পুলিশ সুপার (এসপি) প্রদীপ সেজুল।

আজকের বাজার/একেএ