ক্রিকেটার সানির স্ত্রীর আত্মহত্যা চেষ্টা

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে রাজধানীর ধানমন্ডির রেনেসাঁহাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শুক্রবার ২৫ আগস্ট রাতে নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় তাকে রাজধানীর ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে সানির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই তাঁকে দ্রুত রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

শারমিন আরও জানান, নাসরিনকে রেনেসাঁ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। এখনো তিনি অচেতন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।

আজকের বাজার: আরআর/ ২৬ আগস্ট ২০১৭