ক্রিকেটের রোনালদো বিরাট কোহলি:লারা

ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করলেন টেস্ট ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা।

সংবাদসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যারিবীয় এ ব্যাটিং গ্রেট বলেন, কোহলির দায়বদ্ধতা দেখে তার প্রতি শ্রদ্ধায় মনে ভরে ওঠে তার। লোকেশ রাহুল বা রোহিত শর্মার চেয়ে প্রতিভায় এগিয়ে না থাকলেও পরিশ্রম ও সাধনায় কোহলি সবাইকে পিছনে ফেলে দিচ্ছেন। ঠিক যেমন ফুটবলের মঞ্চে করেছেন রোনালদো।

তিনি বলেন, কোহলির দায়বদ্ধতা অতুলনীয়। ওর প্রস্তুতির ধরনও অসাধারণ। যে রকম সাধনা নিয়ে ও নিজেকে তৈরি করে, তা শিক্ষণীয়। লোকেশ রাহুল বা রোহিত শর্মার চেয়ে ও বেশি প্রতিভাবান বলে আমি মনে করি না। আমার কাছে কোহলি হলো ক্রিকেটের রোনালদো। ওর মানসিক শক্তি আর শারীরিক সক্ষমতা অবিশ্বাস্য!

তিনি কোহলির প্রশংসায় এখানেই থামেননি। আরো বলেন, যে কোনও যুগের শ্রেষ্ঠ দলে হেসেখেলে ঢুকে পড়ার সামর্থ আছে কোহলির। তা সে সত্তর দশকে লয়েডের সেই ‘আনবিটেবল্‌স’ ওয়েস্ট ইন্ডিজ বা ১৯৪৮-এ ব্র্যাডম্যানের ‘ইনিভিনসিবল্‌স’ হোক না কেন।

আজকের বাজার/আরিফ