ক্রিকেটে অস্কার জিতলেন সাকিব

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্রিকেটই সাকিবকে খুঁজে নিচ্ছে। পুরণো কীর্তির জন্য আরো একবার আলোচনায় নির্বাসিত হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) বোলিং ক্যাটাগরিতে সেরা বোলিং ফিগারের রেকর্ডধারী হিসেবে অস্কার জিতেছেন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টারবয়। সিপিএলের প্রথম আসরে বল হাতে ৬ উইকেট নেওয়ায় অস্কারের ভূষিত হন তিনি।

২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ত্রিনবাগো রাইডার্সের বিপক্ষে বার্বাডোসের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। সিপিএলে সাকিবের সেই রেকর্ড আজও সিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে অক্ষত আছে।

সেদিনের সে কীর্তির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরা বোলিং স্পেল ক্যাটাগরিতে অস্কার জিতেছে সাকিব। সিপিএলের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের আগুন ঝড়া ঐ বোলিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে।

বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে আছেন অনেকদিন। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি টিভি বিজ্ঞাপনে মাঠের বাইরেও সময়টা বেশ ভালোই কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

আজকের বাজার/এমএইচ