ক্রিকেটে বিরল নজির স্থাপিত হলো। দলের ১০ ব্যাটসম্যানই আউট হলো ০ রানে! ভারতীয় অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ দলের ১০ ব্যাটসম্যানকে ০ রানে আউট করেছে মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল।
প্রথমে ব্যাট করে ৭৬১ রানের পাহাড় গড়ে তারা। জবাবে আন্ধেরির ওয়েলফেয়ার সেন্টার স্কুল ৭ রানে অলআউট হয়। দলের কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেনি। রান ৭টি এসেছে অতিরিক্তি খাত থেকে। ১টি বাই ও ৬টি ওয়াইড থেকে এ রান আসে। ফলে ৭৫৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় বোরিভালির স্বামী বিবেকানন্দ স্কুল।
ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুল ৪ উইকেট হারিয়ে পাহাড় সমান ৭৬১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩৮ রান করে অপরাজিত থাকে মিত মায়েকর। তার ১৩৪ বলের ইনিংসে ৭টি ছয় ও ৫৬টি চার রয়েছে।
টার্গেট তাড়া করতে নেমে ওয়েলফেয়ার দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই যাওয়া-আসার মধ্যে থাকে। দলের কোনো ব্যাটারই ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেনি। বিবেকানন্দ স্কুলের হয়ে ৩ রান খরচায় ৬ উইকেট নেয় আলোক পাল। আর ভারাদ ভাজ ৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে।
হ্যারিস শিল্ড ক্রিকেট টুর্নামেন্টের ১২৬ বছরের ইতিহাসে এটিই কোনো দলের সবচেয়ে খারাপ ব্যাটিংয়ের স্কোর কার্ড
আজকের বাজার/আরিফ