ক্রিডেন্স ফার্স্ট শরীয়াহ ফান্ডের ইউনিট বিওতে

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ফান্ডের ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফান্ডটির ইউনিট গতকাল সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

পুঁজিবাজারের এই ফান্ডটি একটি শরিয়াহভিত্তিক অসীম ও বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড যার প্রাথমিক আকার ১০ কোটি টাকা। ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য ধরা হয়েছে ১০ টাকা

এই ফান্ডটি শরিয়াহ আইন অনুযায়ী পরিচালিত হবে। শরিয়াহ প্রতিপালন নিশ্চিত করতে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে যা শরিয়াহ আইন ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনার প্রতিপালন নিশ্চিত করতে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপকের সঙ্গে কাজ করবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড । আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।