ক্রিমিয়ায় ইউক্রেনের ৩৩টি ড্রোন এবং ১০টি নৌ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়া ক্রিমিয়ার উপর গতরাতে ৩৩টি ইউক্রেনীয় এরিয়াল ড্রোন ভূপাতিত করেছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, সেইসাথে ১০টি নৌ ড্রোন ধ্বংস করেছে যা উপদ্বীপের দিকে যাচ্ছিল।
‘ডিউটিতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম ক্রিমিয়ার আকাশে ৩৩টি এরিয়াল ড্রোন ধ্বংস করেছে’ ঊল্লেখ করে মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে বলেছে,‘কৃষ্ণ সাগরে ১০টি নৌ ড্রোন ধ্বংস করেছে, যেগুলো ক্রিমিয়ান উপদ্বীপের দিকে যাচ্ছিল’। (বাসস ডেস্ক)