রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ৩৮টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর তাসের।
দেশটির প্রতিরক্ষা সংস্থা জানায়, ‘ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার প্রজাতন্ত্রের আকাশসীমায় থাকা ইউক্রেনের সব ড্রোন ভূপাতিত করেছে।’