ইতালিতে ক্রিসমাস ও নতুন বছরকে কেন্দ্র করে আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
বিশ্বে করোনাভাইরাসে যে কটি দেশ সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী গুসেপে কন্টে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় দোকান, বার ও রেষ্টুরেন্ট বন্ধ থাকবে এবং আঞ্চলিক ভ্রমণও নিষিদ্ধ থাকবে। তবে খাবারের দোকান, সেলুন, ঔষধের দোকানসহ লন্ড্রির দোকান খোলা থাকবে।
কন্টে বলেন, ক্রিসমাসের এ সময়ে সংক্রমণ বেড়ে যাবে বলে আমাদের বিশেষজ্ঞরা আশংকা করছেন।
তিনি ২৮,২৯,৩০ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা জানান। এ দিনগুলোতে দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে এবং জনগণ ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারবে বলেও উল্লেখ করেন।