প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লটারির ড্র আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। ১১টায় ডিজিটাল প্লাটফর্মে লটারির মাধ্যমে আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
তথ্য মতে, গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এর আগে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।