মূলত টপ অর্ডার ব্যাটসম্যান, তবে পার্টটাইমার হিসাবে অফস্পিন বলিং করেন প্রয়োজন পড়লে৷ সাবাইনা পার্কে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে ২ ওভার হাত ঘোরান ব্রাথওয়েট৷ একটি উইকেটও তুলে নেন তিনি৷ তবে সেই দু’ওভারের মধ্যেই তাঁর বলিং অ্যাকশন সন্দেহজনক বলে মনে হয় ফিল্ড আম্পায়ারদের৷
ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট অনুযায়ী আইসিসি বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টকে জানিয়েও দিয়েছে৷ নিয়ম মতে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ২৬ বছর বয়সি ক্রেগ ব্রাথওয়েটকে নিজের বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে৷ তবে যতদিন না ফলাফল সামনে আসছে, ততদিন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বলিং করা আটকাবে না৷
আজকের বাজার/লুৎফর রহমান