ক্রেডিট কার্ডে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেনে রিটার্নের প্রমাণপত্র লাগবে না

করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ঋণ গ্রহণ এবং শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতার বিধান শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে রাজস্ব কর্তৃপক্ষ উল্লেখ করেছে-করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ক্ষেত্রে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফশিলী ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকঋণ ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতার বিধান চালু করে এনবিআর।