ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানি গুলো হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, আইপিডিসি ফাইন্যান্স, গ্রামীন ফোন ও মেট্রো স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড ফাইন্যান্স
ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কেম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
মোজাফ্ফর হোসেন স্পিনিং
ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবি+’। স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’। ৩০ জুন, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স
ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রামীন ফোন
ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
মেট্রো স্পিনিং
আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদের জন্য বিবিবি নির্ধারণ করা হয়েছে। আর স্বল্প মেয়াদের জন্য “এসটি-৩”। কোম্পানির ৩০ জুন, ২০১৯ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৫ এপ্রিল, ২০২০ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে ।