মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ওয়াচডগ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে যে ২৬-জাতিগোষ্ঠীর সীমান্ত মুক্ত শেঞ্জেন জোনে যোগ দিতে ক্রোয়েশিয়া প্রস্তুত বলে ইউরোপীয় কমিশনের এই মূল্যায়নের সাথে তারা একমত নন।
মানবাধিকার সংস্থা ওয়াচডগ বলেছে, কমিশন যে মূল্যায়ণ করেছে সেখানে প্রমাণ মেলে যে ক্রোয়েশিয়ার " সীমান্তে অভিবাসীদের প্রবেশ রোধে তারা যে সহিংস অবস্থান গ্রহণ করেছিলে এতে এই বার্তায় তারা দিয়েছিল যে শেঞ্জেন জোনে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রেএই ধরনের "গুরুতর মানবাধিকার লঙ্ঘন কোনও বাধা নয়।"
‘ইস্ট্রান ইউরোপ এন্ড বলকানস’ নামের এক সংস্থার গবেষক লিডিয়া গল বলেছেন, " রাজনৈতিক আশ্রয় প্রার্থী এবং অভিবাসন প্রত্যাসীদের প্রতি ক্রোয়েশিয়া যে বেআইনী ও সহিংস আচরণ করেছে তাতে ক্রোয়েশিয়াকে শেনজেন জোনে অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত।"
অধিকার গোষ্ঠীটি বলেছে যে এই বছরের গোড়ার দিকে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্র্রী তেরিজিজা গ্রাস নিশ্চিত করেছিলেন অভিবাসীদের প্রতি ক্রোয়েশিয়া পুলিশের নির্যাতন সম্পর্কিত সমস্ত অভিযোগের তদন্ত করা হবে।
আজকের বাজার/লুৎফর রহমান