ক্রোয়েশিয়া প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আর এতে আনন্দের বন্যায় ভাসছে ৪০ লাখ জনসংখ্যার দেশটি।
দেশটির মন্ত্রীরাও এ থেকে বাদ যাননি। ইংল্যান্ডকে হারানোর পরদিন দেশটির রাজধানী জাগরেবে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে দেশটির মন্ত্রিপরিষদের সবাই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে হাজির হন।
স্বাভাবিক ফরমাল পোশাক বাদ দিয়ে জাতীয় দলের লাল-সাদা জার্সি পরার রহস্য সম্পর্কে জানতে চাইলে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী জেদ্রাবকো ম্যারিক সাংবাদিকদের বলেন, পুরো বিশ্ব ক্রোয়েশিয়াকে নিয়ে কথা বলছে, আমাদের দেশ ও আমাদের খেলোয়াড়দের নিয়ে। এটা অবিশ্বাস্য।
উল্লেখ্য, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ দারুণ ফুটবলপাগল। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা গেছে।
আজকের বাজার/একেএ