প্রথমবারের মতো টেলিকম ভিত্তিক কাস্টমার ক্লাউড সার্ভিস ‘মাই ড্রাইভ’ চালু করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। এই ক্লাউড-ভিত্তিক ড্রাইভের মাধ্যমে গ্রাহকরা তাদের স্মার্টফোনে ডাটা স্টোরেজ সীমাবদ্ধতা সমাধান করতে পারবেন।
মাই ড্রাইভ একটি ব্যক্তিগত ক্লাউড সল্যুশন। যার মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও, সঙ্গীত, নথি, কল লগ, এসএমএস ইত্যাদি ব্যাকআপ এবং সংগঠিত করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ড্রাইভটিতে সংযুক্ত করে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে মাই ড্রাইভে ফটো সিঙ্ক করতে পারবেন।
ক্রেডিট কার্ডের অ্যাক্সেস না থাকায় প্রায়ই লোকাল গ্রাহকরা আন্তর্জাতিক ড্রাইভ সলিউশনে স্টোরেজ কিনতে পারেন না। গ্রাহকরা এখন রবির এয়ারটাইম ব্যালেন্স ব্যবহার করে সুবিধামত মাই ড্রাইভে ডাটা স্টোরেজ স্পেস কিনতে পারবেন। যথাযথ স্টোরেজ, নিশ্চিত নিরাপত্তা এবং সুবিধাজনক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে মাই ড্রাইভ গ্রাহকদের নতুন এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।
সেবাটি চালু উপলক্ষে রবি এবং এয়ারটেল গ্রাহকরা বিনামূল্যে মাই ড্রাইভে এক মাসের জন্য ৭ জিবি স্টোরেজ উপভোগ করতে পারবেন। রবি গ্রাহকরা মাই ড্রাইভে ৩০৭ টাকার ৫ জিবি ডাটা প্যাক কিনে ৩০ দিনের জন্য ২০ জিবি স্টোরেজ উপভোগ করতে পারবেন। একইভাবে, গ্রাহকরা যথাক্রমে ৪৩৭ টাকা এবং ৫৫৭ টাকার ১০ জিবি এবং ২০ জিবি ডাটা প্যাক কিনে ৫০ জিবি এবং ১০০ জিবির স্টোরেজ ব্যাবহার করতে পারবেন।