রবার্তো ফিরমিনোর একমাত্র গোলে ফ্লামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
দোহায় শনিবার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
২০০৫ সালের ফাইনালে ব্রাজিলের দল সাও পাওলোর বিপক্ষে হেরেছিল লিভারপুল। এবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল তারা। পাশে বসলো ম্যানচেস্টার ইউনাইটেডের।
শুরুতে প্রতিপক্ষকে চেপে ধরে লিভারপুল। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ফ্লামেঙ্গো। সুযোগ আসে দুই দলের সামনেই, কেউই কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরমিনোর শট ফিরে পোস্টে লেগে। ৫৪তম মিনিটে অ্যালিসনের নৈপুণ্যে বেঁচে যায় লিভারপুল। ৭৭তম মিনিটে মোহামেদ সালাহ জালে বল পাঠালে অফসাইডের জন্য গোল হয়নি।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্যবধান গড়ে দেন ফিরমিনো। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান এই ফরোয়ার্ড।
৯৯তম মিনিটে এগিয়ে যাওয়া লিভারপুল ব্যবধান বাড়াতে পারত দুই মিনিট পরেই। সালাহর শট দারুণ দক্ষতায় ব্যর্থ করে দেন ফ্লামেঙ্গো কিপার দিয়েগো আলভেস।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়ে যান গাব্রিয়েল বারবোসা। আলগা বল কাজে লাগাতে পারেননি ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ড। ডি-বক্সের ভেতর থেকেও শট রাখতে পারেননি লক্ষ্যে।
শেষ দিকে ফ্লামেঙ্গো পেয়েছিল আরো একটি সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেনি। ব্যবধান ধরে রেখে শিরোপা জিতে নেয় ক্লপের শিষ্যরা।
আজকের বাজার/আরিফ