কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা। এ আন্দোলনে যোগ দিয়েছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তানভীর আহমেদ জানান, সকাল ৯টা থেকে আমরা কান্দিরপাড় এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছি। ক্লাস বর্জন করে আমাদের এ কর্মসূচি চলছে।
তিনি আরো জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা তাদের আন্দোলনে যোগ দিয়েছেন।
রাসেল/